ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের ধীরগতি
১১ আগস্ট ২০১৯ ০৭:৪২
গাজীপুর: ঈদযাত্রায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। ফলে এই মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া গাড়ি বিকল, সড়কের বিভিন্নস্থানে ছোট-বড় গর্ত থাকায় এবং ঘরমুখো মানুষের চাপে মহাসড়কের এই অবস্থা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ভোগড়া এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় এই মহাসড়কে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। এছাড়া ঘরমুখো মানুষের চাপের পাশাপাশি যানবাহনের আধিক্যের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা এবং টঙ্গীসহ বিভিন্ন পয়েন্টে যানবাহন চলছে ধীরগতিতে। এছাড়া সড়কের কার্পেটিং না থাকা এবং বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি স্বাভাবিক গতিতে চলতে পারছে না। যত্রতত্র যাত্রী উঠানো নামানো, রাস্তার পাশে গাড়ী পার্কিং এর কারণে জটলা দেখা গেছে।
এদিকে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এবং আশেপাশের এলাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করছে। চন্দ্রা এলাকায় উড়াল সেতু চালু হওয়ায় কোনো যানজট ছাড়াই এখান দিয়ে গাড়ি চলাচল করছে।
যানজট নিরসনে জেলার হাইওয়ে পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদল কাজ করছে।
ঈদুল আজহা ২০১৯ গাজীপুর সড়ক ধাকা-ময়মনসিংহ মহাসড়ক যানবাহনের ধীরগতি