Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ


১১ আগস্ট ২০১৯ ১০:২৯

সাভার: দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের আশুলিয়ায় মাহদী নীট ডিজাইন লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় রাত থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। বেতন না পাওয়ায় শ্রমিকরা গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে যেতে পারছে না।

শনিবার (১০ আগস্ট) রাত থেকে গার্মেন্টসটিতে এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, পোশাক কারখানায় কাজ করছেন ১’শ ১০ জন শ্রমিক। জুন ও জুলাইসহ ঈদ বোনাস না দিয়ে কারখানার পরিচালক মুরাদ হোসেন শান্ত পালিয়ে গেছে। শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাত থেকে ওই পোশাক কারখানায় অবস্থান নেয় ও বিক্ষোভ মিছিল করে। বেতন ও বোনাসের জন্য শ্রমিকরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছে।

এ বিষয়ে ওই গার্মেন্টস এর ভবন মালিক আমিনুল ইসলাম জানিয়েছেন, গার্মেন্টস মেশিন বিক্রি করে শ্রমিকদের দুই মাসের অর্ধেক বেতন দেওয়া হবে।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

ঈদ ঈদ বোনাস গার্মেন্ট শ্রমিক বকেয়া বেতন শ্রমিক

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর