৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা
১১ আগস্ট ২০১৯ ১৪:৫১
দখলকৃত গাজা উপত্যকায় চার যুবককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার (৯ আগস্ট) এই ঘটনা ঘটেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা অস্ত্রধারী ও ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। খবর প্যালেস্টাইন ক্রোনিকেলের।
নিহতদের তিনজন হলেন, আবদুল্লাহ হামাদিয়া (১৯), আবদুল্লাহ এ-গারি (১৯), আহমেদ আদিনী (২০)। তবে চতুর্থ জনের নাম প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী টুইটার বার্তায় নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা সব সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।
সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর কোন ক্ষতি হয়নি। গত মে মাসের পর থেকে এটাই গাজায় সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।