Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চের ধাক্কায় ধলেশ্বরীতে পড়ে কিশোর নিখোঁজ


১১ আগস্ট ২০১৯ ১৫:২৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে পড়ে আনুমানিক ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে আরেকটি লঞ্চের কর্মী ছিল।

রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে মুন্সীগঞ্জ ফায়ার সাভিসের ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লঞ্চ এমভি আবে জমজম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট থেকে যাত্রী ওঠানামার জন্য নোঙ্গর করে। এসময় একই নৌ-পথগামী অপর আরেক লঞ্চ এমভি বোগদাদীয়া-৯ ঘাটে নোঙ্গর করার চেষ্টা করলে আবে জমজমের সঙ্গে ধাক্কা লাগে। এতে বোগদাদীয়া লঞ্চের ওই কিশোর কর্মী পানিতে পড়ে যায়। তবে তাকে উদ্ধারের চেষ্টা না করে উল্টো দুটি লঞ্চ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, ঘটনার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমেছে। নিখোঁজ কিশোর উদ্ধার করা না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে নিখোঁজ কিশোরের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

ধলেশ্বরী নদী লঞ্চের ধাক্কা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর