গরুর বেপারিদের অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর পথে গ্রেফতার
১১ আগস্ট ২০১৯ ২০:২৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি গরুর হাটে পাঁচ গরুর বেপারিকে অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর পথে গ্রেফতার হয়েছে এক চোর। ভাতের সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে তাদের অজ্ঞান করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ আগস্ট) গভীর রাতে নগরীর বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় আজাদ কলোনির পাশে ট্রলি মাঠে গরুর হাটে এই ঘটনা ঘটে।
গ্রেফতার কাঞ্চন ফরাজীর (৩৫) বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। সে অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে সারাবাংলাকে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
পুলিশ জানায়, গত (শনিবার) রাত ১২টার দিকে কাঞ্চন ও তার ২ সহযোগী ফারুক মাঝি ও বাচ্চু মাঝি ট্রলি মাঠের গরুর হাটে যায়। ঘোরাঘুরির একপর্যায়ে তারা জনৈক বেপারি আব্দুর রহমানের খুঁটির কাছে যায়। সেখানে আব্দুর রহমানের সঙ্গে থাকা ৫ বেপারী তখন ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দু’জন গরুর বিষয়ে কথাবার্তা বলার একপর্যায়ে কাঞ্চন তাদের ভাতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পাঁচ বেপারি হলেন- আব্দুল জব্বার, মো. বদু, নুরুল ইসলাম, মো. নাছির এবং নাছিম উদ্দিন।
ওসি সুকান্ত সারাবাংলাকে বলেন, ‘ভাত খাওয়ার পর পাঁচজনই অচেতনের মতো হয়ে পড়েন। আব্দুর রহমান তখন সেখানে ছিলেন না। সুযোগ বুঝে তিনজন আবারও সেখানে এসে তাদের কাছ থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়। টাকা নিয়ে চলে যাবার সময় টহল পুলিশ একজনকে ধরে ফেলে। বাকি দুই জন পালিয়ে গেছে।’
গ্রেফতার কাঞ্চন ও বাকি দু’জনের বিরুদ্ধে বন্দর থানায় আব্দুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় রোববার সন্ধ্যায় আদালতে হাজিরের পর কাঞ্চনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
সারাবাংলা/আরডি/এমও