Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ঢাকায় ৯৮১, বাইরে ১৩৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি


১১ আগস্ট ২০১৯ ২২:৪৯

ঢাকা: শনিবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৩৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন। এছাড়া ৬৪ জেলার বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৭৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

ডেঙ্গু রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে রোববার (১১ আগস্ট) এ তথ্য জানানো হয়। রোগীদের মধ্যে ঢাকার বাইরে দেশের অন্যান্য জেলা শহরগুলোতে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৩ জন। এছাড়া, প্রতিবেদনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ৪০ জন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতরের হিসেব অনুযায়ী, বাংলাদেশে চলতি বছরে ৪১ হাজার ১৭৮ জন রোগী বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩২ হাজার ৩৮৪ জন রোগী সুস্থ হয়েছেন ও বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৭৪ জন, মিটফোর্ড হাসপাতালে ৪৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ২১ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৯৫ জন রোগী। এদের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৫ জন, বারডেম হাসপাতালে ১৭ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, স্কয়ার হাসপাতালে ২১ জন, ধানমন্ডি কমফোর্ট নার্সিংয়ে ৪ জন, শমরিতা হাসপাতালে ৩ জন, মিরপুর ডেল্টা মেডিকেল কলেজে ৭ জন, ল্যাব এইড হাসপাতালে ৪ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৭ জন, হাই কেয়ার হাসপাতালে ১ জন, হেলথ এন্ড হোপ হাসপাতালে ৩ জন, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৩২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও খিদমা জেনারেল হাসপাতালে ৮ জন, ইউনাইটেড হাসপাতালে ১৪ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, অ্যাপোলো হাসপাতালে ১০ জন, আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, বিআরবি হসপিটালস লিমিটেডে ৬ জন, আজগর আলী হাসপাতালে ১৯ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৯ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৬ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৪ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

সারাদেশের মধ্যে ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৩৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন ও খুলনা বিভাগে ২০৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ৭৫ জন, রাজশাহী বিভাগে ১৪৭ জন, বরিশাল বিভাগে ১৮৪ জন, সিলেট বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগী স্বাস্থ্য অধিদফতর হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর