সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন
১২ আগস্ট ২০১৯ ০৮:৩৪
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য উদ্বোধন করা হয়েছে ২০০ শয্যার একটি ডেঙ্গু ওয়ার্ড।
রোববার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ওয়ার্ডের উদ্বোধন করেন। নতুন এই ডেঙ্গু ওয়ার্ডে ১০০ শয্যায় পুরুষ ও ১০০ শয্যায় নারী রোগীদের ভর্তি করা হবে বলে জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগীদের সংখ্যা এখন আগের তুলনায় কম হলেও এটা প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে। আর তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আজ সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যা ডেঙ্গু ওয়ার্ডের উদ্বোধন করা হলো।’
ডেঙ্গু রোগীদের জন্য আরও হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও রোগী ভর্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।’
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন উদ্বোধনের সময়।