Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গি দমন হয়েছে বলেই দেশের মানুষ শান্তিতে ঈদ করতে পারছে’


১২ আগস্ট ২০১৯ ১১:৪০

নারায়ণগঞ্জ: জঙ্গি দমন হয়েছে বলেই দেশের মানুষ শান্তিতে ঈদ করতে পারছে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে জঙ্গিদের দমন করেছেন বলেই দেশের মানুষ শান্তিতে ঈদ উৎসব পালন করতে পারছে।

সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় দেশি-বিদেশি চক্র দেশকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা দেশের শত্রু, ইসলামের শত্রু ও মুসলমানদের শত্রু, তথা বিশ্ব মানবতার শত্রু। এদেরকে দমন করার জন্য সবারই নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ দায়িত্ব এককভাবে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না।’

মন্ত্রী বলেন, ‘দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উৎসব পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশে একের পর এক উন্নয়ন হচ্ছে। এখন সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে বিশ্বসভায় বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। সে লক্ষেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

এর আগে, মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এখন ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শুধু মশার মৌসুমেই নয়, বছরব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাসহ সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সমন্বিত মশকনিধন ব্যবস্থাপনাই পারে ডেঙ্গুর হাত থেকে আমাদের রক্ষা করতে।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- তারাবো পৌরসভা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হো‌সেন পান্নু, তারাবো পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম ম‌ফিজ, তারাবো পৌরসভা যুবলীগের সহ-সভাপ‌তি শামীম মাহাবুব, আওয়ামী লীগ নেতা নাঈম ভুঁইয়া, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেলসহ অন্যরা।

গোলাম দস্তগীর গাজী জঙ্গি দমন বস্ত্র ও পাটমন্ত্রী ভিশন ২০৪১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর