Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলাবাগানে এসি বিস্ফোরণ: দগ্ধ জাদুশিল্পী লিটনের মৃত্যু


১২ আগস্ট ২০১৯ ১৩:০৩ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ২০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর কলাবাগান কাঠালবাগান এলাকার একটি বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ মনিরুজ্জামান লিটন (৩৮) ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা গেছেন। প্রতিবেশীরা জানান, তিনি পেশায় জাদুশিল্পী।

সোমবার (১২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়। একথা নিশ্চিত করেন, ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

এই ঘটনায় আরও চিকিৎসাধীন আছেন, লিটনের স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

এর আগে ৫ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে এসি বিস্ফোরণের পর দগ্ধ অবস্থায় তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কলাবাগান কাঠালবাগান বক্সকার্লভাট রোডের চার তলা বাসার দ্বিতীয় তলায় তারা থাকতেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, আগুনে লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫, লাইবার ১৭ ও লিবানের ৭ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর