চীনে টাইফুন লেকিমায় মৃতের সংখ্যা বেড়ে ৩২
১২ আগস্ট ২০১৯ ১৩:৩০
প্রলয়ঙ্করী টাইফুন লেকিমার আঘাতে চীনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। এখনো নিখোঁজ রয়েছেন ১৬ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (১২ আগস্ট) এতথ্য জানিয়েছে বিবিসি।
জিংজিয়াং প্রদেশ টাইফুনে ভুগেছে সবচেয়ে বেশি। সেখানের ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্যান্য প্রদেশের ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে, স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) ভোরে পুরো শক্তিতে লেকিমা বয়ে যায় সাংহাই ও তাইওয়ানে মধ্য দিয়ে। ওয়েংলিতে আঘাত হানে এটি। প্রাথমিকভাবে লেকিমাকে সুপার টাইফুন বলা হলেও ভারি বর্ষণে এটি শক্তি হারিয়েছে। রোববার এটি দক্ষিণের পূর্ব উপকূলে অগ্রসর হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ঝড়ের পাশাপাশি হয়েছে বিভিন্ন এলাকায় ভূমিধস। ওয়েনঝুতে ভূমিধসে মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি।