Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত


৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও ৮ জন আহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রায়েন্দা-তাফালবাড়ি সড়কের লাকুড়তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার চালরায়েন্দা গ্রামের আ. মান্নান মীরের ছেলে তুহিন মীর (৩৮) ও তাফালবাড়ি গ্রামের পুলিন হালাদারের ছেলে পলাশ (৩০)। আহতরা হল, পলাশ হাওলদার (৩০), কবির মীর (৩৫), দুলাল হাওলাদার (২৫), রনি (২৪), হেলাল (১৮), বাবুল হাওলাদার (৩৮), খোকন গাজী (৩৫), রিয়াজ জমাদ্দার (৩০) ও সজিব মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, শরণখোলা পানি উন্নয়ন বোর্ডের পোল্ডারে বাঁধ নির্মাণে নিয়োজিত চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের ট্রাকটি ১৫ শ্রমিক নিয়ে তাফালবাড়ি যাচ্ছিল। বেলা ১১টার দিকে বেপরোয়া গতিতে লাকুড়তলা ব্রিজের মোড় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.অসীম কুমার সমাদ্দার বলেন, আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর