Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি ৮৪২ ডেঙ্গু রোগী, ঢাকার বাইরে ১২৫১ জন


১২ আগস্ট ২০১৯ ১৭:০৭ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ১৭:১৪

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ২০৯৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪২ জন। ডেঙ্গু রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদনে সোমবার (১২ আগস্ট) এ তথ্য জানানো হয়। রোগীদের মধ্যে ঢাকার বাইরে দেশের অন্যান্য জেলা শহরগুলোতে ভর্তি হয়েছেন ১২৫১ জন। এছাড়া রিপোর্টটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ৪০ জন।

বিজ্ঞাপন

রোববার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে জানা যায়, ৬৪ জেলার বিভিন্ন হাসপাতালে ৮০০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসেব অনুযায়ী, বাংলাদেশে চলতি বছরে ৪৩ হাজার ২৭১ জন রোগী বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫ হাজার ২২৫ জন রোগী সুস্থ হয়েছেন ও বর্তমানে চিকিৎসাধীন ৮ হাজার ৬ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১৩৫ জন, মিটফোর্ড হাসপাতালে ৭০ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩০ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬২ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ২৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৯ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৭ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১২ জন রোগী। এদের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭ জন, বারডেম হাসপাতালে ১৫ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, স্কয়ার হাসপাতালে ১১ জন, ধানমন্ডি কমফোর্ট নার্সিংয়ে ২ জন, শমরিতা হাসপাতালে ৩ জন, মিরপুর ডেল্টা মেডিকেল কলেজে ৭ জন, ল্যাবএইড হাসপাতালে ২ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৪ জন, হাই কেয়ার হাসপাতালে ৩ জন, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ১ জন, গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ২১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়াও খিদমা জেনারেল হাসপাতালে ১৩ জন, ইউনাইটেড হাসপাতালে ৪ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, অ্যাপোলো হাসপাতালে ১০ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বিআরবি হসপিটালস লিমিটেডে ১ জন, আজগর আলী হাসপাতালে ১৯ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৭ জন, সালাউদ্দিন হাসপাতালে ১২ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৯ জন ও খুলনা বিভাগে ১৭৯ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়াও রংপুর বিভাগে ৭৪ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ২০৩ জন, সিলেট বিভাগে ১৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে ৯০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।

টপ নিউজ ডেঙ্গু ডেঙ্গু রোগী হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর