Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মির ইস্যুতে এবার বন্ধ দিল্লি-লাহোর বাস সার্ভিস


১২ আগস্ট ২০১৯ ১৮:৪২

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কচ্ছেদের অংশ হিসেবে এবার বন্ধ হয়েছে দিল্লি-লাহোর বাস সার্ভিস। এর আগে বাণিজ্য, কূটনীতি ও ট্রেনের সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছিল পাকিস্তান।

সোমবার থেকে (১২ আগস্ট) দিল্লি-লাহোর বাস সার্ভিস বন্ধের কথা পাকিস্তান ট্যুরিজম ডেভেলপমেন্ট করপোরেশন টেলিফোনে ভারতকে জানায় বলে দ্য হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে।

পাকিস্তানের সিদ্ধান্ত অনুসরণ করে দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনও (ডিটিসি) সোমবার থেকে দিল্লি-লাহোর বাস সার্ভিস বাতিলের কথা নিশ্চিত করে। এদিন সকাল ৬টায় লাহরের উদ্দেশে দিল্লি থেকে একটি বাস যাত্রা করার কথা থাকলেও তা করেনি।

সবশেষ শনিবার দুইজন যাত্রী নিয়ে দিল্লি থেকে লাহরের উদ্দেশে বাস যাতায়াত করেছিল। সন্ধ্যায় লাহোর থেকে দিল্লিতে বাস এসেছিল ১৯ জন যাত্রী নিয়ে। তবে রোববার দুদেশে কোনো বাস যাতায়াত করেনি।

দিল্লি-লাহোর বাস সার্ভিস শুরু হয়েছিল ১৯৯৯ সালে। তবে ২০০১ সালে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি হওয়ায় তা বন্ধ হয়ে যায়। ২০০৩ সালে তা আবার পুনরায় শুরু হয়েছিল। এখন আবার বন্ধ হলো।

কাশ্মির ইস্যু দিল্লি-লাহোর বাস সার্ভিম ভারত-পাকিস্তান সম্পর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর