পাকিস্তানের ঈদ উৎসর্গ কাশ্মিরের জন্য
১২ আগস্ট ২০১৯ ১৯:১০
বিশ্বের অনেক দেশের মতো মুসলিম-প্রধান দেশ পাকিস্তানজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেশটির জনগণের প্রতি অনুরোধ করা হয়েছে যতটা সাদাসিধেভাবে সম্ভব ঈদ উদযাপনের জন্য। ভারত-শাসিত কাশ্মিরের প্রতি সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডনের খবরে সোমবার (১২ আগস্ট) জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরবাদে ঈদের নামাজ আদায় করেন। কোরেশি এসময় বলেন, কাশ্মিরের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি।
করাচিতে বিভিন্ন ঈদ জামাতে অংশ নেওয়া ভারত-শাসিত কাশ্মিরের মানুষের সংকটে সহানুভূতি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আদনান বলেন, কাশ্মিরে আমাদের ভাইদের সঙ্গে আমরা আছি। তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করা হয়েছে।
এদিকে ভারত-পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি হচ্ছে কাশ্মির ইস্যুতে ঘিরে। বাণিজ্য, কূটনীতি ও ট্রেনের সমঝোতা এক্সপ্রেস বন্ধ হওয়ার পর সোমবার থেকে দিল্লি লাহোর বাস সার্ভিসও বন্ধ হয়ে গেছে।