পশু হাটের খুঁটি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে, না হলে জরিমানা
১২ আগস্ট ২০১৯ ২২:২৬
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অস্থায়ী পশুর হাটে গরু বাঁধার খুঁটি নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে ইজারাদারদের জরিমানা করা হবে বলে হবে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরা ১৫ নং সেক্টরের ২নং ব্রিজের পশ্চিম পাশে বর্জ্য অপসারণের উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘হাট শেষে নির্দিষ্ট ২৪ ঘণ্টার মধ্যে যদি বাঁশ ও অন্যান্য খুঁটি সরিয়ে না নেওয়া হয় তাহলে ইজারাদারদের জামানতের টাকা দিয়ে এসব পরিষ্কার করা হবে। এতে ওই টাকা জরিমানা হিসেবে খরচ করা হবে।’
মেয়র বলেন, ‘আগামীকাল দুপুর ১টার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে। অনেক ওয়ার্ডে আজ সন্ধ্যার মধ্যেই বর্জ্য অপসারণ শেষ হয়ে যাবে। এরইমধ্যে প্রায় ১ হাজার ৬০০ টন বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়েছে।’
এসময় ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনজুর হোসেন উপস্থিত ছিলেন।