ডেঙ্গুতে ঢামেকে নারীর মৃত্যু
১২ আগস্ট ২০১৯ ২২:৫২
ঢাকা: ডেঙ্গু রোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নাজমা আক্তার (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল তিনি এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আজ (১২ আগস্ট) দুপর দেড়টায় ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকের আইসিউতে ভর্তি করা হয়।
ওই নারীর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দনায়। তিনি স্বামী ও একটি মেয়ে নিয়ে খিলগাঁওয়ে ভাড়া থাকতেন। স্বামী মিজানুর রহমান ভূঁইয়া একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তাদের একমাত্র মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সকাল পাঁচটার দিকে আরও একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম আকরাম হোসেন (৪০)। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার আবদুল ওয়াহাবের ছেলে।