বগুড়া: বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নতুন ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মাদ আলী হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজীম সারাবাংলাকে এসব তথ্য জানান।
তিনি আরও জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৮০ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন, টিএম এসএস হাসপাতালে ১৪ জন, সামসুন্নাহার ক্লিনিকে ৫ জন, ইসলামী হাসপাতালে ৩ জন, ডক্টরস ক্লিনিক-২ তে রয়েছে ৩ জন, সিটি ক্লিনিকে ২ জন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন সহ মোট ১১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এছাড়া গত একমাসে বগুড়ায় মোট ৫১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এরমধ্যে ৪০১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।