চামড়া সিন্ডিকেট ব্যবসায়ীদের শাস্তি দাবি
১৩ আগস্ট ২০১৯ ১৫:০৮
বগুড়া: সরকার নির্ধারিত মূল্য না মেনে সিন্ডিকেট তৈরি করে নামমাত্র মূল্যে চামড়া ক্রয়কারী আড়তদারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১২টায় বগুড়া শহরের সাতমাথায় ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলা শাখা’ আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে।
মানবন্ধনে বাসদ বগুড়া জেলা শাখার আহ্ববায় সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘সরকার চামড়ার ক্রয়-বিক্রয় মূল্য নির্ধারণ করে দিলেও কিছু অসাধু আড়তদার সেটা না মেনে সিন্ডিকেট করে চামড়া অনেক কম দামে কিনছে। এতে চরম বিপাকে পড়েছে মৌসুমি ব্যবসায়ী ও ফরিয়ারা। পাশাপাশি ক্ষুণ্ণ হচ্ছে গরীবের ন্যায্য হক। অতিদ্রুত এসব সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে জড়িত আড়তদারদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিৎ।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন বলেন, ‘তৃণমূল চামড়া ব্যবসায়ীদের পেটে লাথি মেরে ট্যানারি মালিক আর আড়তদারেরা লাভ ভোগ করবে, এটা হবে না। দেশে চামড়ার তৈরি জিনিসের দাম তো কম নয়, তাহলে কেন ব্যবসায়ীদের কেনা দামের অর্ধেক দামও দেওয়া হচ্ছে না? সরকার নির্ধারিত মূল্যে চামড়া যারা কিনছেন না, তাদের অতিদ্রুত চিহ্নিত করতে হবে।’
বাসদ বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমরেড সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা কমিটির সদস্য মাসুদ পারভেজ, বাসদ সদস্য রাধারানী বর্মন, শ্রমিক নেতা সুরেশ চন্দ্র দাস মনু ও আবু রায়হান প্রমুখ।
চামড়া ব্যবসায়ী বগুড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলা শাখা মানবন্ধন সিন্ডিকেট চামড়া ব্যবসায়ীদের শাস্তির দাবি