ফের সচল হংকং বিমানবন্দর
১৪ আগস্ট ২০১৯ ১২:৪৯
সরকারবিরোধী বিক্ষোভের জেরে হংকং বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা বন্ধ থাকার পর পুনরায় তা চালু হয়েছে। আন্দোলনকারীরা টার্মিনাল এলাকায় জড়ো হলে কর্তৃপক্ষ মঙ্গলবার (১৩ আগস্ট) বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করে। বুধবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম বিবিসির খবরে এতথ্য জানানো হয়।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলনকারীদের প্রবেশ থেকে নিবৃত্ত করা গেছে। ওসব এলাকায় তাদের ঢুকতে দেওয়া হবে না।
হংকং এয়ারপোর্ট পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি। গত শুক্রবার থেকে আন্দোলনকারীরা সেখানে জড়ো হয়েছে। বন্ধ থাকায় যাত্রীরা পড়ছেন ভোগান্তিতে। পুলিশ চেষ্টা করেও আন্দোলনকারীদের সরাতে পারেনি।
প্রসঙ্গত, চীনের কাছে বন্দি প্রত্যর্পণের আইন নিয়ে আন্দোলন করছে হংকংয়ের বাসিন্দার। হংকং প্রশাসন আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই আইন ‘মৃত’ ঘোষণা করলেও আন্দোলন থামেনি। আন্দোলন থামাতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। টানা ১০ম সপ্তাহে চলছে এই আন্দোলন।