Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের শুভেচ্ছা বিনিময়, শোককে শক্তিতে পরিণত করার আহ্বান  


১৪ আগস্ট ২০১৯ ১২:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি শোকের মাস আগস্টের নির্ধারিত কর্মসূচি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) সকালে ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে অফিস করেন মন্ত্রী। এসময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, শোককে শক্তিতে পরিণত করে কাজ করতে হবে। নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে পাটের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে হবে।

বিজ্ঞাপন

বস্ত্রখাতে সব ধরনের নীতিগত সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, এই খাতে বাংলাদেশ অচিরেই বিশ্বে প্রথম স্থান অধিকার করবে। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করছে।

জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও সকালে খোঁজ নেন গোলাম দস্তগীর গাজী। এজন্য কিছু দিক নির্দেশনাও দেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর