Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানযাত্রীর মৃত্যু


১৪ আগস্ট ২০১৯ ১৪:৫৬

হিলি: দিনাজপুরে মোটরসাইকেলের সঙ্গে ভ্যানগাড়ির ধাক্কায় আবেদ আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গাজিপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আবেদ আলী উপজেলার গাজিপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সারাবাংলাকে জানান, আবেদ আলী বাড়ি থেকে ভ্যানগাড়ি করে নবাবগঞ্জ বাজারে আসার পথে গাজিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আবেদ আলী ভ্যানগাড়ি থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিনাজপুর ভ্যানযাত্রীর মৃত্যু মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু