Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চামড়ার দাম কমার পেছনে সিন্ডিকেটের কারসাজি, ধারণা ওবায়দুল কাদেরের


১৪ আগস্ট ২০১৯ ১৬:৩১ | আপডেট: ১৪ আগস্ট ২০১৯ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: এবার কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নামার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ চামড়ার দাম কমে যাওয়াকে কোনো সিন্ডিকেটের কারসাজি হতে পারে ধারণা করছেন তিনি।

বুধবার (১৪ আগস্ট) সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বিভিন্ন স্থানে চামড়ার দাম কমে যাওয়ায় এ খাতে রফতানি নিয়ে শংকা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘এ খাতেও সিন্ডিকেট থাকতে পারে। তবে তদন্তের পরেই এ সর্ম্পকে জানা যাবে। চামড়ার বাজারে ধস নামার কারণও খুঁজে দেখা হবে।’

‘কোরবানির পশুর চামড়ার দাম কমার সঙ্গে আওয়ামী লীগ নেতার হাত রয়েছে’, বিএনপি যুগ্ম সচিব রুহুল কবীর রিজভীর এই মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে পারলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এসময় বিএনপির সমালোচনা মন্ত্রী বলেন, ‘দলটির কাজই যখন-তখন, সব বিষয়ে সমালোচনা করা। যদি তথ্য প্রমাণে চামড়া সিন্ডিকেটের সঙ্গে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে শাস্তি থেকে তিনিও রেহাই পাবেন না।’

আরও পড়ুন: সরকার চামড়া শিল্পকে ধ্বংসের পাঁয়তারা করছে: মির্জা ফখরুল

ওবায়দুল কাদের কোরবানির চামড়া চামড়া বাজারে ধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর