Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু


১৪ আগস্ট ২০১৯ ১৭:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে হালিশহর থানার পশ্চিম রামপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আফসানা জাহান তাসমি (১৬) হালিশহরের খাজা গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তাসমি পশ্চিম রামপুরা মকবুল আহমেদ বাড়ির হাবিবুর রহমানের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘গোসলের পর তাসমি বাসার উঠানে কাপড় শুকাতে দিচ্ছিল। এসময় কাপড় শুকানোর দড়ি ভেবে বিদ্যুতের তার স্পর্শ করে পড়ে যায়।’

পরিবারের সদস্যরা তাসমিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান শীলব্রত।

স্কুলছাত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর