Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নেভাতে ব্যস্ত ফায়ারের ১৫ ইউনিট


১৪ আগস্ট ২০১৯ ২৩:৩৯ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ০০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর লালবাগে পোস্তারডাল নামক এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৫ টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ আগস্ট) রাত ১০ টা ৪০মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।

স্থানীয়রা জানান, প্রথমে আগুন দেখা যায় প্লাস্টিক কারখানায়। পরে ধীরে ধীরে ৮-১০ টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই কারখানাগুলোর মধ্যে জুতো এবং প্লাস্টিকের কারখানা রয়েছে বলেও জানান স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, অগ্নিকাণ্ডস্থলের প্রবেশ পথ সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজে ভেতরে প্রবেশ করতে পারছেন না। তাই পাইপ টেনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এখানে বেশিরভাগ ভবনেই প্লাস্টিকের কারখানা থাকায় এলাকাটি ঘনবসতিপূর্ণ। আর তাই আগুন ছড়িয়ে পড়ার আতংকে এই এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন বলেও জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

আগুন প্লাস্টিক কারখানা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স লালবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর