Monday 28 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল কিনে দেওয়ার দু’দিন পরই দুর্ঘটনায় ছেলের মৃত্যু


১৫ আগস্ট ২০১৯ ১২:২৭

টাঙ্গাইল: জেলার সখীপুরে পিক-আপ ভ্যানের চাপায় ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে সখীপুর-হাঁটুভাঙ্গা সড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ছেলের আবদারে মাত্র দুই দিন আগেই জমি বিক্রি করে বাবা শাকিল আজাদ ছেলেকে মোটরসাইকেলটি কিনে দিয়েছিলেন। বাবা আজাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন জানান, সকালে মোটরসাইকেলযোগে ইসতিয়াত আহমেদ নলুয়া যাওয়ার উদ্দেশে বের হয়। এসময় সখীপুর-হাঁটুভাঙ্গা সড়কের বোয়ালী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত ইসতিয়াক আহমদ সরকারি মুজিব কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলেও জানান ওসি।

মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর