Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘ক্রোসা’


১৫ আগস্ট ২০১৯ ১৩:১৩

বড় ধরনের মৌসুমি ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে জাপান। ‘ক্রোসা’ নামে এই ঝড়ের আঘাত থেকে রক্ষা করতে ইতোমধ্যে চার লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক শ ফ্লাইট। ধারণা করা হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে ঘূর্ণিঝড়টি দক্ষিণের দ্বীপ সিকোকুতে আঘাত হানতে পারে। খবর বিবিসির।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে অনেক অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়েছে। বাতিল হয়েছে ৭০০-এর বেশি ফ্লাইট। ঘূর্ণিঝড়টি টাইফুন ক্যাটাগরির চেয়ে একটু কম শক্তিসম্পন্ন।

বিজ্ঞাপন

জাপানের আবহাওয়া অধিদফতর জানায়, ঝড়টি দুর্বল হয়েছে। তবে এখনো এটি জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে। ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর জাপান ১৫ আগস্ট আত্মসমর্পণ করেছিল। এ নিয়ে আয়োজিত স্মরণসভা ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে।

ক্রোসা ঘূর্ণিঝড় জাপান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর