ঢামেকে ডেঙ্গুজ্বরে আরও এক নারীর মৃত্যু
১৫ আগস্ট ২০১৯ ১৩:৫৯
ঢাকা: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার সময় মৌসুমি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার মরদেহ ঢামেকের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিউ) নেওয়ার সময় মারা যান মৌসুমি আক্তার। এ নিয়ে হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত নারীর বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারীয়া উপজেলায়। ঢাকায় আগারগাঁও এর তালতলা মোল্লাপাড়া এলাকায় পরিবারসহ থাকতেন তিনি।
মৃত মৌসুমির স্বামী মো. মামুন সারাবাংলাকে জানান, মঙ্গলবারে জ্বরে আক্রান্ত হয়েছিল মৌসুমি। এরপর গতকাল শ্যামলী টিবি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করলে জ্বর সনাক্ত হয়। এরপর সেখানেই ভর্তি করানো হয় তাকে। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যেতে বলেন টিবি হাসপাতালের চিকিৎসকেরা। পরে সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকের জরুরী বিভাগের আইসিইউতে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন সারাবাংলাকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে ডেঙ্গুজ্বরে মৌসুমির মৃত্যু হয়। মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৬০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর এখন পর্যন্ত হাসপাতালে মৃতের সংখ্যা ২৭ জন।
ডেঙ্গুতে নারীর মৃত্যু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢামেকে মৃতের সংখ্যা ২৭