কিশোরগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু
১৫ আগস্ট ২০১৯ ১৫:১১
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে । এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে কটিয়াদী উপজেলার ভৈরব-কটিয়াদী মহাসড়কে আচমিতা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় মৃতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক তোফাজ্জল হোসেন (৩০), কাদির (৩৫) ও ওমর (৪০)। আহতরা হলেন- পরিমল, সিরাজ, গিয়াস উদ্দিন ও মতি। হতাহতদের প্রায় সবার বাড়ি ইটনা উপজেলায়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা নরসিংদী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক ও দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
কটিয়াদী হাইওয়ে থানার কর্মকর্তা নাসির উদ্দিন সারাবাংলাকে জানান, ঘাতক ট্রাকটি ঘটনার পরপরই আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
৩ জনের মৃত্যু ৪ জন আহত কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনা ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ