Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের স্বাধীনতা দিবস, পাকিস্তানে কালো দিন


১৫ আগস্ট ২০১৯ ১৫:৫৫

প্রায় দু-সপ্তাহ ধরে ভারত-শাসিত কাশ্মির অচল। সেখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ, নেই ইন্টারনেট। অনেক শহরে বলবৎ ঘর থেকে বের হওয়ায় বিধিনিষেধ। এছাড়া সাংবাদিকরাও পারছেন না স্বাধীনভাবে তথ্যসংগ্রহ করতে।

এসবের মধ্যেই পালিত হচ্ছে এবারে ভারতের স্বাধীনতা দিবস। কিন্তু পাকিস্তান বিষয়টি ভালোভাবে নেয়নি। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস তারা পালন করছে কালো দিন হিসেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে রেখেছেন কালো ছবি। তার দল পিটিআই’ও কালো ছবিতে কাশ্মিরিদের প্রতি সংহতি জানিয়েছে। এছাড়া, পাকিস্তানের বিভিন্ন স্থানে কালো পতাকা মিছিলের খবর পাওয়া গেছে। কাশ্মিরের প্রতি সংহতি জানিয়েছে পাকিস্তানের পত্রিকাগুলোও। প্রিন্ট পত্রিকার চারপাশ রাঙানো হয়েছে কালো রঙে। পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মিরেও হয়েছে মিছিল-প্রতিবাদ।

এদিকে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ সব ভারতীয় স্বাধীনভাবে বলতে পারে ‘এক জাতি, এক সংবিধান।’ কাশ্মির তার আগের সম্মানে ফিরে আসবে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী।

কাশ্মির পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর