এভারেস্ট আরোহীদের জন্য কঠোর হচ্ছে আইন
১৫ আগস্ট ২০১৯ ১৭:২৫
মাউন্ট এভারেস্ট আরোহীদের জন্য নতুন আইন করেছে নেপাল সরকার। এর ফলে পর্বতারোহীদের যথাযথ প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিমার সনদপত্র থাকতে হবে। যাতে পর্বাতারোহীরা দুর্ঘটনায় পড়লে তাদের সেখান থেকে উদ্ধারের খরচ মেটাতে পারে।
গত বুধবার (১৪ আগস্ট) সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যারা এভারেস্ট আরোহন করতে চান তাদের অন্তত ৬ হাজার ৫০০ মিটার পর্বত আরোহনের অভিজ্ঞতা থাকতে হবে তারপর মিলবে এভারেস্টে ওঠার অনুমতি। এছাড়া প্রত্যেক আরোহীরে জন্য দক্ষ গাইড থাকাও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
এ বছর বসন্তে এভারেস্ট উঠতে গিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে নয় জন নেপাল সীমোন্তের দক্ষিণ পাশ দিয়ে এভারেস্টে ওঠে। এতজন আরোহীর মৃত্যুতে এভারেস্ট আরোহীদের জন্য সবচেয়ে বাজে একটা বছর গেছে।
এর ফলে নানা সমালোচনার শিকার হয়েছে নেপালের পর্বতারোহী কর্তৃপক্ষ। সমালোচকরা বলছেন, যারা এভারেস্টে ওঠার জন্য উপযুক্ত না, অথবা ৮ হাজার ৮৫০ ফুট উচ্চতায় উঠতে গিয়ে দলের সদস্যদের গতি কমিয়ে দেয় তাদের এভারেস্টে ওঠার অনুমতি দেওয়া মানে তাদের ঝুঁকিতে ফেলা।