Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে ডাকাতের অস্ত্রের আঘাতে নাইটগার্ডের মৃত্যু


১৫ আগস্ট ২০১৯ ১৮:১৩

ময়মনসিংহ: ময়মনসিংহে ডাকাতিতে বাধা দেওয়ার সময় ডাকাতের অস্ত্রের আঘাতে এক নাইটগার্ডের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নাইটগার্ড।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মোড় বাজারে এই ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আজিজুর রহমান সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিয়ে বাজারে আসলে টের পেয়ে বাজারের নাইটগার্ড লাল মিয়া (৬০), তারা মিয়া (৫৫) ও জসিম (৫০) ডাকাতদের বাধা দেয়। পরে ডাকাতরা লাল মিয়া ও তারা মিয়াকে অস্ত্র দিয়ে মাথা ও মুখে আঘাত করলে তারা গুরুতর আহত হোন। পরে সকালে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাল মিয়ার মৃত্যু হয়। তারা মিয়ার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আরেক নাইটগার্ড জসিমকে ডাকাতদল তুলে নিয়ে নুরুর দোকান নামক স্থানে ফেলে রেখে চলে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আর ঘটনায় যুক্তদের আটক করতে অভিযান চলছে।

ডাকাতের অস্ত্রের আঘাত নাইটগার্ডের মৃত্যু ময়মনসিংহ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর