Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে সাত বাল্যবিবাহ বন্ধ করলেন সিরাজগঞ্জের এসিল্যান্ড


১৫ আগস্ট ২০১৯ ১৮:৩৯

সিরাজগঞ্জ: বিয়ের আসরে অভিযান চালিয়ে একদিনে সাত স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমান।

বুধবার (১৪ আগস্ট) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করেন সিরাজগঞ্জের এসিল্যান্ড।

মো. আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুপুর ২টায় সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের গুপিরপাড়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী তানজিলা খাতুন সিমা (১৪), বিকাল সাড়ে ৩টায় পশ্চিম গুপিরপাড়া গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী মোছা. মিম খাতুন (১৪), সন্ধ্যা ৬টায় কালিয়াহরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী মাসুদা খাতুন (১৩), সন্ধ্যা সাড়ে ৬টায় খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী ময়না খাতুন (১৪), রাত ৮টায় ছোনগাছা ইউনিয়নের ছোনগাছায় নবম শ্রেণীর ছাত্রী ফারজানা খাতুন (১৫), রাত সাড়ে ৯টায় বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছা. জান্নাতী খাতুন (১৫) এবং রাত ১১টায় পৌরসভার কোবদাসপাড়ায় ইউনিয়নের নবম শ্রেণীর ছাত্রী কবিতা খাতুন কিয়ামী (১৪) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আনিসুর রহমান সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে সাতটি বাল্যবিবাহ বন্ধ করা হয়। এর মধ্যে ছয়টির ক্ষেত্রে কনে অপ্রাপ্তবয়স্ক এবং একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। এ সময় বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেওয়া হবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

বাল্যবিবাহগুলো বন্ধে এ সময় সহযোগিতা করেন পেশকার মিলন সরকার, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

একদিনে সাত বাল্যবিবাহ বন্ধ বাল্যবিবাহ বন্ধ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এসিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর