Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ আগস্ট শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম: রয়টার্স


১৬ আগস্ট ২০১৯ ০২:৫৩

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ২২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে সাড়ে ৩ হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর দিনক্ষণ ঠিক করেছে বাংলাদেশ-মিয়ানমার।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিন্ট থু এ তথ্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

মিন্ট থু রয়টার্সকে জানিয়েছেন, আগামী ২২ আগস্ট সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানোর মধ্য দিয়ে প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনই বিস্তারিত কোনো তথ্য দিতে নারাজ। তবে রয়টার্সকে দেওয়া এক মন্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, খুব ছোট আকারে এই কার্যক্রম শুরু করা হচ্ছে। বাংলাদেশ চায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া যেন স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গেই হয় এবং সেটা যেন টেকসই হয়। জোর করে কোনো রোহিঙ্গাকে মিয়ানমার পাঠানো হবে না।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২০১৭ সালের আগস্ট থেকে বিভিন্ন সময়ে সাত লাখেরও বেশী রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তারও কয়েক দশক আগে এসেছিল চার লাখেরও বেশী।

জাতিগত নিধন ও গণহত্যার প্রেক্ষাপটে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে চুক্তি করে মিয়ানমার সরকার। ২০১৮ সালের জুনে নেপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যেও সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০১৮ সালের নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু মিয়ানমাররে প্রস্তুতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরা আর মিয়ানমার সরকারের গড়িমসির কারণে সে উদ্যোগ শুরু করা যায়নি। নানা কথা চালাচালি আর বৈঠক শেষে আগামী ২২ আগস্ট প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হলো।

বিজ্ঞাপন

রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৫৪০ জন রোহিঙ্গাকে ২২ আগস্ট ফেরত নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। প্রায় এক বছর আগে নেয়া কার্যক্রম ব্যর্থ হওয়ার পর নতুন করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও মিয়ানমার কর্মকর্তারা।

টপ নিউজ বাংলাদেশ মিয়ানমার রয়টার্স রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর