Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো চিকিৎসকের শিশুপুত্র


১৬ আগস্ট ২০১৯ ০৩:৩৭

ঢাকা: ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২ বছর ১০ মাস বয়সী রাজ চৌধুরী। রাজ চৌধুরীর বাবা ডা. নির্মল কান্তি চৌধুরী একজন চিকিৎসক। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাজের মৃত্যুখবর সারাবাংলাকে নিশ্চিত করেন ঢাকা শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম।

তিনি বলেন, ‘ঢাকা শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছিলেন রাজ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘শিশু হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এদের মধ্যে বেশ কয়েকজনের ডেঙ্গুর সঙ্গে অন্যান্য জটিলতাও ছিল।’

ঢাকা শিশু হাসপাতালের পিআইসিইউ’র চিকিৎসক ডা. আতিকুল ইসলাম বলেন, ‘বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে রাজকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর সরাসরি তাকে পিআইসিইউতে নেওয়া হয়। সে শক সিনড্রোমে চলে গিয়েছিল।’

রাজ চৌধুরী ছিল ডা. নির্মল কান্তি চৌধুরীর ছোট সন্তান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে তপন কুমার মণ্ডল নামে এক স্বাস্থ্য সহকারী বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মারা যান। চলতি বছরে এখন পর্যন্ত ৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ডেঙ্গু ঢাকা শিশু হাসপাতাল পিআইসিইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর