কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই
১৬ আগস্ট ২০১৯ ১২:১২
ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রিজিয়া রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
রিজিয়া রহমানের ছেলে আবদুর রহমান জানান, তার মা নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। রক্তে সংক্রমণের কারণে ঈদের পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের মৃত্যু হয়।
মরহুমার জানাজা শুক্রবার বাদ আসর উত্তরা-৫ নম্বর সেক্টরের মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর কবরস্থানে ভাইয়ের কবরের পাশে রিজিয়া রহমানকে সমাহিত করা হবে— জানান আবদুর রহমান।
রিজিয়া রহমান ১৯৩৯ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। তবে মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই। তার লেখা উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘ঘর ভাঙা ঘর’, ‘উত্তর পুরুষ’, ‘রক্তের অক্ষর’ ও ‘বং থেকে বাংলা, ধবল জ্যোৎস্না, সীতা পাহাড়, উৎসে ফেরা’ প্রভৃতি।
রিজিয়া রহমান উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।