বগুড়ায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, নতুন ভর্তি ৩১ জন
১৬ আগস্ট ২০১৯ ১২:৪০
বগুড়া: বগুড়ার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে শুক্রবার (১৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নতুন ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে বগুড়ার সিভিল সার্জন গওসুল আজীম চৌধুরী সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ জন, মোহাম্মদ আলী হাসপাতালে দুইজন, টিএমএসএস হাসপাতালে ১৩ জন, সামসুন্নাহার ক্লিনিকে ৩ জন, ইসলামী হাসপাতালে চারজন, ডক্টরস ক্লিনিক-২ এ দুইজন, সিটি ক্লিনিকে দুইজন, আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনসহ মোট ১৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২০ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত ৬২৪ জন ডেঙ্গু রোগী সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছিল। এরমধ্যে ৪৯৪ জন রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।