Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মির সীমান্তে মরল আরও ১ পাক সেনা


১৬ আগস্ট ২০১৯ ১৪:৩২ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ১৪:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিহত মোহাম্মদ সেরাজ

ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কাশ্মির সামীন্তবর্তী লাইন অব কন্ট্রোলে আরও এক পাকিস্তানি সৈন্যের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ সেরাজ। পাকিস্তান আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর টুইটার বার্তায় একথা জানা। সংবাদমাধ্যম ডনের খবরে শুক্রবার (১৬ আগস্ট) এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) কাশ্মির সীমান্তে দুপক্ষের বন্দুকযুদ্ধে তিন পাকিস্তানি ও পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলেও জানায় পাকিস্তান। তবে ভারত বলেছে তাদের কোনো সৈন্যের প্রাণহানি ঘটেনি। নিহত  অন্য পাকিস্তানি সেনারা হলেন, নায়েক তানভীর, ল্যান্স নায়েক তৈমুর ও সেপাহি রমজান।

বিজ্ঞাপন

সৈন্য হতাহতের পাশিপাশি পাকিস্তান-শাসিতন আজাদ কাশ্মিরের দুজন বেসমারিক লোক মারা গেছে বলেও জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

নায়েক তানভীর, ল্যান্স নায়েক তৈমুর ও সেপাহি রমজান

নিহত পাকিস্তানি তিন সেনা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা জানান সামরিক ও বেসমারকি ব্যক্তিবর্গ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইলিয়াস আহমেদ বলেছেন, থেমে থেমে দুপক্ষের সংঘর্ষ চলছে লাইন অব কন্ট্রোলে। সীমান্ত এলাকার গ্রামবাসীরা আতঙ্কে আছেন। কিছু সময় থামার পর ভোর ৫টা থেকে পুনরায় ভারতীয় সেনারা  গুলিবর্ষণ শুরু করে।

কাশ্মির সীমান্ত টপ নিউজ ভারত-পাকিস্তান সম্পর্ক লাইন অব কন্ট্রোল সীমান্তে গোলাগুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর