Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের অভিযোগে গাইবান্ধায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা


১৬ আগস্ট ২০১৯ ১৫:৫০

গাইবান্ধা: গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে জেলা সদর থানায় মামলা দায়ের করেন। আবু বক্করকে সহায়তা করায় এই মামলায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আবু বক্কর সিদ্দিক রংপুরে দায়িত্বরত। সেখানে বিষয়টি রংপুর মহানগর পুলিশ কার্যালয়ে জানানো হয়েছে এবং ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবু বক্করের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তার বাবার নাম সাইদুর রহমান। মামলার অন্য আসামি আমিনুল ইসলাম তার প্রতিবেশী। আমিনুলের বাবার নাম মকবুল হোসেন।

সূত্র জানায়, আবু বক্কর সিদ্দিক ভুক্তভোগী কলেজছাত্রীর প্রতিবেশী। সেই সুযোগে তিনি প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন। আবু বক্কর প্রায়ই ওই ছাত্রীর মোবাইল ফোনে কল করতেন। এবার ঈদের ছুটিতে বাড়িতে এসে গত ১১ আগস্ট আবু বক্কর তাকে ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখতে বক্কর বিয়ের আশ্বাসও দেন।

এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েটিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করেন আবু বক্কর। ভুক্তভোগী কলেজছাত্রী বর্তমানে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় মেয়েটিকে হাসপাতালে আনা হয়। সে বিষপান করেছিল। প্রাথমিকভাবে স্টমাক ওয়াশ করি।

বিজ্ঞাপন

তার স্বজনরা জানিয়েছেন, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, তাই সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সে সংক্রান্ত মেডিকেল টেস্টও করা হয়েছে। ফাইনাল রিপোর্ট আসার পরে বিষয়টি নিশ্চিত করা যাবে— বলেন তিনি।

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার সারাবাংলাকে জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। মেডিকেল টেস্ট রিপোর্ট গুরুত্বপূর্ণ এভিডেন্স। পাশাপাশি আমরা কিছু আলামত জব্দ করেছি, সেগুলো পরীক্ষা করে দেখা হবে।

কলেজছাত্রীকে ধর্ষণ পুলিশ কনস্টেবল আবু বকর সিদ্দিক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর