Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নয়ন বন্ডের বাসায় চুরি


১৬ আগস্ট ২০১৯ ১৫:৫৭ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ১৬:২২

বরগুনা: বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সাব্বির আহমেদ নয়নের (নয়ন বন্ড) বাসায় চুরি হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নয়ন বন্ডের বাসাসহ আশেপাশের দুই একটি বাসায় চুরির ঘটনা ঘটে বলে আমরা খবর পাই। খবর পেয়ে থানা থেকে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।’

ওসি বলেন, ‘নয়ন বন্ডের বাসা তালাবদ্ধ ছিল। রাতের কোনো এক সময়ে তার বাসায় চুরি হয় বলে আমরা জানতে পারি। রাতে নয়ন বন্ডের মা শাহিদা বেগম বাসায় ছিলেন না ‘

শাহিদা বেগমের অভিযোগ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেছে। এছাড়া বড় ছেলে মিরাজের কক্ষে থাকা পুত্রবধূর নগদ ১৪ হাজার টাকাসহ হাতের আংটি ও গলার চেইন চুরি হয়ে গেছে। বাড়ির দলিলসহ নয়নের কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলেও তিনি জানান।

ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘নয়ন বন্ডের মা এ ঘটনায় মামলা করতে চাইছেন না। তবুও পুলিশ উদ্যোগী হয়ে বিষয়টি খতিয়ে দেখছে।’

বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনের রাস্তায় ২৬ জুন সকাল ১০টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বিকেল ৪টায় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।

এ হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। হত্যাকাণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আবদুল হালিম শরীফ বরগুনা থানায় ১২ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

বিজ্ঞাপন

মামলার এজাহারভুক্ত ছয় আসামিসহ এ পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৪ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রিফাত হত্যাকাণ্ডের ১ নং স্বাক্ষী আয়েশা সিদ্দিকী মিন্নিকেও এ মামলায় আসামি করা হয়েছে।

টপ নিউজ নয়ন নয়ন বন্ড বরগুনা রিফাত হত্যা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর