Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নেভাতে এগিয়ে এলেন বস্তির পাশের বাসিন্দারা


১৬ আগস্ট ২০১৯ ২৩:৪৩ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ২৩:৪৫

মিরপুরের চলন্তিকা বস্তির চারপাশে উঁচু ভবন থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারেনি বস্তিতে। তাছাড়া বস্তির আশপাশে তেমন কোনো পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যায় বলে জানান, ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার।

আগুন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লে আশপাশের উঁচু ভবনগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এমন অবস্থায় এসব উঁচু ভবনের অনেক বাসিন্দাই এগিয়ে আসেন আগুন নিয়ন্ত্রণে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারছে না দেখে আশপাশের অনেক বাড়ি থেকে পানি ছুড়তে শুরু করেন। অনেকেই তাদের বাড়ির রিজার্ভ ট্যাংক খুলে দেন ফায়ার সার্ভিসের কর্মীদের ব্যবহারের জন্য।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার কিছু পর লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখানকার প্রায় ৩ হাজার ঘর। ফায়ার সার্ভিস, র‌্যাব, পুলিশ ও ওয়াসার একটানা তিন ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ সারাবাংলাকে জানান, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

অগুন মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর