Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগুনে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে খাবার-চিকিৎসা দেওয়া হবে’


১৬ আগস্ট ২০১৯ ২৩:৪৩ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ২৩:৫১

ঢাকা: রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা ও খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (১৬ আগস্ট) বস্তিত আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘মিরপুর-৭ নম্বর বস্তিতে যারা বসবাস করতেন রাতে থাকার জন্য আশেপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো খুলে দেওয়া হবে। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খাবারের ব্যবস্থা হচ্ছে। রাতের মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।’

যারা আগুনে আহত হয়েছে তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পুর্নবাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেয়র।

এর আগে, রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ। তিনি জানান, সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন ঝিলপাড় বস্তি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর