Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিলপাড় বস্তিতে আগুন: হতাহতদের সন্ধানে অভিযান শুরু


১৭ আগস্ট ২০১৯ ০১:৩৭

ঢাকা: রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতদের সন্ধানে অভিযান শুরু।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন করা গেছে। এখন আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির দেওয়া রিপোর্টে অনুযায়ী আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে, বলেন তিনি।

শুক্রবার (১৬ আগস্ট) মিরপুরের ৭ নম্বর সেক্টরের চলন্তিকা মোড়ের বস্তিতে লাগা আগুন তিন ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম  হন ফায়ার সাভির্স। আগুন নেভার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রন করার সময় বাতাসের প্রতিকূল পরিবেশ ও পানি না পাওয়ার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। আগুন নিভে যাওয়ায় এখন কেউ হতাহতদের সন্ধানে অভিযান শুরু হবে।

তিনি আরও বলেন, আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪ জন আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

আগুনে ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে খাবার-চিকিৎসা দেওয়া হবে’

ঝিলপাড় বস্তিতে আগুনের ঘটনায় আহত ২

ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

বস্তিতে আগুন: পানি সরবরাহে ঘটনাস্থলে ওয়াসার ট্রাক

‘অবৈধ গ্যাস সংযোগই বাড়িয়েছে আগুনের তীব্রতা’

 

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর