Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকে তল্লাশিতে পাওয়া গেল ২৬ হাজার ইয়াবা


১৭ আগস্ট ২০১৯ ১১:৪০ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশের পর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ২শ পিস জব্দ করেছে র‌্যাব। এ সময় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ভোরে নগরীর বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে ট্রাকটিতে তল্লাশি করা হয়।

গ্রেফতার মো. মশিউর রহমান লিটন (৩৫) পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে জানান, মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা পাচার করত। কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে বিক্রির জন্য আনছিল এমন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি করা হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর