চট্টগ্রাম ব্যুরো: কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশের পর একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ২শ পিস জব্দ করেছে র্যাব। এ সময় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) ভোরে নগরীর বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে ট্রাকটিতে তল্লাশি করা হয়।
গ্রেফতার মো. মশিউর রহমান লিটন (৩৫) পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরশিবা এলাকার সেলিম গাজীর ছেলে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে জানান, মশিউর ট্রাক চালানোর আড়ালে ইয়াবা পাচার করত। কক্সবাজার থেকে ইয়াবাগুলো চট্টগ্রামে বিক্রির জন্য আনছিল এমন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি করা হয়।
এই ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।