Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে কলেজছাত্রের মৃত্যু, রোগীর সংখ্যা বাড়ছেই


১৭ আগস্ট ২০১৯ ১৩:২৬

ফরিদপুর: ডেঙ্গু জ্বরে সুমন বাশার বাবু (২২) নামে মাগুরার এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সুমন বাশারের পরিবারের সদস্যারা জানান, তিনি মাগুরা জেলা সদরের চাঁদপুর এলাকার মিজানুর রহমান এর ছেলে। স্থানীয় শত্রুজিৎপুর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। ডেঙ্গু জ্বর সনাক্ত হওয়ার পর প্রথমে মাগুরায় চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১২ আগস্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৬ জন। এ নিয়ে ওই হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৪৩ জনে দাঁড়ালো।

হাসপাতালটির সহকারী পরিচালক আরও জানান, প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, মেঝেতেও আর রোগীকে জায়গা দেওয়ার সুযোগ নেই।  সিঁড়ি ও করিডোরও ডেঙ্গু রোগী দিয়ে ভর্তি।

কলেজছাত্রের মৃত্যু টপ নিউজ ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরে মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর