Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতায় বেপরোয়া গাড়ি পিষে দিলো ২ বাংলাদেশিকে


১৭ আগস্ট ২০১৯ ১৩:৩৮

ঘাতক জাগুয়ার

সড়ক দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের কলকাতায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। একটি জাগুয়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পিষে দেয়। পুলিশ জানিয়েছে মৃতেরা হলেন, কাজি মহম্মদ মইনুল আলম (৩৬) এবং ফারহানা ইসলাম তানিয়া (৩০)। এই ঘটনায় চালক পলাতক রয়েছেন। খবর ডিএনএ ইনিডয়ার।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটে লাউডন স্ট্রিট ও শেক্সপিয়র সরণির সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে আনন্দবাজার জানায়, বিড়লা তারামণ্ডলের দিক থেকে শেক্সপিয়র সরণি হয়ে কলামন্দিরের দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল জাগুয়ার গাড়িটি। সে সময় লাউডন স্ট্রিট ধরে যাচ্ছিল একটি মার্সিডিজ। মার্সিডিজ গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় জাগুয়ারটি। জখম হন মার্সিডিজের চালক ও আরোহী।

সে সময় রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিলেন মইনুল আলম এবং তানিয়াসহ তিন পথচারী। জাগুয়ারের গতিবেগ এতটাই বেশি ছিল যে মার্সিডিজটিকে ধাক্কা মারার পর সেটা দুই পথচারীকে পিষে দেয়। তবে বেঁচে যান সঙ্গে থাকা অন্য ব্যক্তি।

কলকাতা বাংলাদেশির মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর