ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোয়ারা বেগম (৪৫) নামের আরো এক ডেঙ্গু রোগী মারা গেছে। এ নিয়ে হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ জনে।
শনিবার (১৭ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে তিনি মারা যান।
মৃত মনোয়ারার স্বামী সাইফুল ইসলাম বলেন, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চমকপুর গ্রামে। গত মঙ্গলবার (১৩ আগস্ট) জ্বর নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হয়। সেদিনই তাকে নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় মৌসুমী আক্তার (২৫)। তার বাড়ি পিরোজপুর ভান্ডারীয়ায়। থাকতেন আগারগাঁও তালতলা মোল্লাপাড়া।
মৃত মৌসুমির স্বামী মোঃ মামুন জানান, মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে জ্বর হয়েছিলো মৌসুমির। শুক্রবার (১৬ আগস্ট) শ্যামলি টিবি হাসপাতালে পরীক্ষার ডেঙ্গু ধরা পরে। এরপর সেখানেই ভর্তি করানো হয় তাকে। অবস্থার অবনতি হলে সেখান থেকে শনিবার সকালে তাকে আইসিইউতে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। পরে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের আইসিইউতে নেওয়ার সময় মারা যান তিনি।
হাসপাতাল সুত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১১৮ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ৬৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত ঢামেকে মৃতের সংখ্যা ২৮ জন।