Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাকছে না ফেসবুকে গ্রুপ চ্যাটের সুযোগ


১৭ আগস্ট ২০১৯ ১৭:২১

ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ চ্যাট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

কর্তৃপক্ষ জানায়, ২২ আগস্টের পরে নতুন করে চ্যাট করা না গেলেও, যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে সেগুলোর চ্যাট হিস্ট্রি দেখা যাবে।

আমরা জানি, ফেসবুক ব্যবহারকারীদের জন্য গ্রুপ চ্যাট খুবই গুরুত্বপূর্ণ। তবে ফেসবুকের বর্তমান কাঠামোর সঙ্গে বিষয়টি সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় এটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা নতুন পথ খুঁজছি, তবে ব্যবহারকারীদের জন্য নতুন কী সেবা আনা হবে তা এখনই বলা যাচ্ছে না।

মেসেঞ্জারে গ্রুপ চ্যাটের ক্ষেত্রে এটি বিশেষ প্রভাব ফেলবে না। কেউ যদি মেসেঞ্জারে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে সংযুক্ত থাকে বা ফেসবুকে বন্ধু হয়ে থাকে তাহলে নির্ধারিত সময়ের পরেও গ্রুপ চ্যাট করা যাবে।

অন্যদিকে ফেসবুকে গ্রুপের নাম লিখে খুঁজলেই সদস্যরা পুরনো চ্যাট হিস্ট্রি দেখতে পাবেন।

শুক্রবার (১৬ আগস্ট) কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক-এ প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

গ্রুপ চ্যাট টপ নিউজ ফেসবুক

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর