Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিলপাড় বস্তিতে আগুনের কারণ তদন্তে কমিটি


১৭ আগস্ট ২০১৯ ১৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

কমিটি আগুন লাগার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অ্যাম্বুলেন্স) আবুল হোসেনের নেতৃত্বে এ কমিটিতে আরও থাকবেন সহকারী পরিচালক (অপারেশনস) আব্দুল হালিম এবং সহকারী উপপরিচালক নিয়াজ আহমেদ।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক (অপারেশন্স) দেবাশীষ বর্ধন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন লাগে মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। প্রায় ঘণ্টা চারেক পর রাত ১১টায় যখন আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। আগুনে বস্তির ৩ হাজার ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আগুন ঝিলপাড় বস্তি তদন্ত কমিটি ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর