Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকমা ভাষাতেও ব্যবহার করা যাবে ফেসবুক


১৮ আগস্ট ২০১৯ ১২:৪৬ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১৪:০৯

ঢাকা: চাকমা ভাষাকে যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এর আগে এই প্লাটফর্মে বাংলাদেশ থেকে বাংলাভাষা ছাড়া আর কোনো ভাষা যোগ হয়নি। ফেসবুকে বাংলার পর চাকমা ভাষা হলো বাংলাদেশের দ্বিতীয় ভাষা।

ফেসবুকে বাংলার পাশাপাশি চাকমা ভাষা যোগ হওয়ায় বাংলাদেশ, ভারত ও বিশ্বের অন্যান্য দেশের চাকমা উত্তরসূরিরা এই ভাষা  ব্যবহার করতে পারবেন। চাকমা ভাষাতেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা তাদের মনোভাব প্রকাশ করতে পারবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশে চাকমা ভাষাভাষি হলেন ১০-১৫ লাখ।

বিজ্ঞাপন

ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করার জন্য প্রায় এক যুগ ধরে কাজ করছেন জ্যোতি চাকমা ও তার সহকারী হিসেবে আছেন বিভুতি চাকমা। চাকমা ভাষা যেন যোগ করা হয় সে জন্য তিনি ফেসবুক কর্তৃপক্ষকে চিঠিও দিয়েছিলেন।

জ্যোতি চাকমা গণমাধ্যমে বলেন, ‘জানতে পেরেছি ছয় মাস আগে ফেসবুক চাকমা ভাষা যোগ করা হয়। তবে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের আপডেট না জানানোয় এতদিন বিষয়টি জানতে পারেনি। কয়েকদিন আগে ফেসবুকের ল্যাঙ্গুয়েজ অপশনে গিয়ে চাকমা ভাষার লিখিত রূপ দেখতে পাই।’

ফেসবুকে চাকমা ভাষা যোগ করার পাশাপাশি গত ১ আগস্ট গুগল কি বোর্ডেও চাকমা ভাষা সংযুক্ত করা হয়।

 

চাকমা ভাষা ফেসবুক মাধ্যম সামাজিক যোগাযোগ

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর