Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় নতুন ভর্তি ৪০ ডেঙ্গু রোগী


১৮ আগস্ট ২০১৯ ১৩:৪৮ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১৪:০৭

কুমিল্লা: কুমিল্লার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

সব মিলিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ১৩০ জন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে  ৮৮৬ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৬৮৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, চিকিৎসাধীন রোগীর মধ্যে কারও অবস্থা আশংকাজনক নয়। এ পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেড সংখ্যা সীমিত হওয়া হাসপাতালের মেঝেতে রোগী রাখতে হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।

কুমিল্লায় ডেঙ্গু রোগী বাড়ছে ডেঙ্গু আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর